বৌদ্ধ গানের ভাষা

DOI: https://doi.org/10.62328/sp.v1i1.1

Authors

  • Muhammad Shahidullah মুহম্মদ শহীদুল্লাহ University of Dhaka Author

Keywords:

মুহম্মদ শহীদুল্লাহ, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, চর্যাপদ , বৌদ্ধ গানের ভাষা , বাংলা ভাষা

Abstract

আশ্চর্য চর্যাচয় বা চর্যাচর্যবিনিশ্চয়ে যে চর্যাপদগুলি (যাহাকে সাধারণতঃ বৌদ্ধগান বলা হয়) আছে, তাহার ভাষা সম্বন্ধে নিম্নলিখিত বিতর্কগুলি উপস্থিত হয়।-(১) ইহা কোনও ভাষা নয়; একটি কৃত্রিম খিচুড়ি ভাষা। (২) ইহা অপভ্রংশ। (৩) ইহা হিন্দী। (৪) ইহা মৈথিলী। (৫) ইহা ওড়িয়া। (৬) ইহা আসামী। (৭) ইহা বাঙ্গালা।

আমরা একে একে এই মতগুলির বিচার করিব। (১) “ইহা কোনও ভাষা নয়; একটি কৃত্রিম খিচুড়ি ভাষা।” প্রথমত আমাদের মনে রাখা প্রয়োজন যে, যে ৪৭টি বৌদ্ধগান আমরা পাইয়াছি, তাহা ২২জন কবির রচনা। তাঁহাদের মধ্যে কাহ্ণপাদের রচনা ১২টি; ভুসুকুর ৮টি; সরহের ৪টি লুয়ী, কুক্কুরী, শান্তি, ও শবর প্রত্যেকের ২টি; অবশিষ্টগুলির প্রত্যেকের এক একটি। ইহারা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে আবির্ভূত হন। সুতরাং সকলের ভাষা যে একরূপ হইতে পারে না, তাহা স্বতঃসিদ্ধ। তবে তাঁহারা যে প্রাচ্য ভারতে অপভ্রংশের পরবর্তী ভাষাস্তরের সময়ে গানগুলি রচনা করেন তাহা নিশ্চিত। সুতরাং সবলের ভাষা প্রাচ্য ভারতীয় আর্য ভাষা গোষ্ঠীর নব্য ভারতীয় আর্যভাষাভেদ। এই বিষয়ে ইহাদের ভাষার ঐক্য আছে।

Downloads

Published

1957-06-15

How to Cite

বৌদ্ধ গানের ভাষা. (1957). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 1(1), ১-৪. https://doi.org/10.62328/sp.v1i1.1