সৈয়দ শামসুল হকের নূরলদীনের সারাজীবন: প্রসঙ্গ ইতিহাস

DOI: https://doi.org/10.62328/sp.v58i3.8

Authors

  • জান্নাত আরা সোহেলী Jagannath University Author

Keywords:

জান্নাত আরা সোহেলী

Abstract

সারসংক্ষেপ: স্বাধীনতা-উত্তরকালে বাংলা কাব্যনাট্যের শৈল্পিক রূপায়ণে সৈয়দ শামসুল হক অনন্যসাধারণ, অবিকল্প নির্মাণশিল্পী। কবিতা ও কথাসাহিত্যের মতোই,, অনুবাদ-নাটক, বিশেষত আঞ্চলিক ভাষায় বাস্তবগন্ধী কাব্যনাটক সৃজনে তাঁর আগ্রহ ও সাফল্য ঈর্ষণীয়। তাঁর কাব্যনাটকসমূহের অবয়বে প্রতিবিম্বিত হয়েছে বাঙালির দীর্ঘ সংগ্রামের ইতিহাস, নিজস্ব সমৃদ্ধ লোক-ঐতিহ্য, সমকালীন আর্থ-সামাজিক- রাজনীতি আর জাতিগত অপার সম্ভাবনার প্রতিচিত্র। ফলত তাঁর কাব্যনাট্য হয়ে উঠেছে বাঙালির শক্তি-সাহস, প্রতিবাদ-প্রতিরোধ, সংগ্রাম-সংক্ষোভ আর উজ্জীবনের অসামান্য রূপকল্প । এর অনন্য দৃষ্টান্ত বৃহত্তর রংপুর অঞ্চলের কৃষকবিদ্রোহের ইতিহাস নিয়ে তাঁর রচিত কাব্যনাটক নুরলদীনের সারাজীবন। এ কাব্যনাট্যটির ঐতিহাসিকতা অনুসন্ধানই আমাদের প্রবন্ধের মূল উদ্দেশ্য।

cover

Downloads

Published

2023-06-01

How to Cite

সৈয়দ শামসুল হকের নূরলদীনের সারাজীবন: প্রসঙ্গ ইতিহাস. (2023). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 58(3), ১১৭-১৪২. https://doi.org/10.62328/sp.v58i3.8