ঊনবিংশ শতাব্দীর একজন মুসলমান কবি (খোন্দকার শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী)
Keywords:
খোন্দকার শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী, ঊনবিংশ শতাব্দী, মুসলমান কবিAbstract
ঊনবিংশ শতাব্দীতে বাংলার মুসলমান সমাজে পাশ্চাত্য শিক্ষা-দীক্ষা বিশেষ কোনও প্রভাব বিস্তার করিতে পারে নাই। তাহার ফলে এদেশে ইংরেজী শিক্ষাবিস্তারের পরও মুসলমান সমাজের ভিতর দিয়াই মধ্যযুগের বাংলা সাহিত্যের ধারাটি কোনও কোনও ক্ষেত্রে অব্যাহতভাবে অগ্রসর হইয়াছে। ঊনবিংশ শতাব্দীর ইংরেজী শিক্ষিত নব্য হিন্দু সমাজ যখন সেক্সপীয়র, রায়রণ, স্কট, মিলটন পাঠ করিয়া নিজের জাতীয় ঐতিহ্য বিস্মৃত হইয়াছে, তখনও এদেশের মুসলমান সমাজ দেশের জাতীয় সাহিত্যের ঐতিহ্যকে ধারণ করিয়া আছে। কিন্তু সে দিন বাঙ্গালীর সম্মুখে জাতীয় ঐতিহ্যকে রক্ষা করিবার কোনও মূল্য ছিলনা — সেই জন্য মুসলমান সমাজের এই প্রয়াস সেদিন দেশের শিক্ষিত জন-সাধারণের দৃষ্টির অন্তরালেই পড়িয়াছিল। ঊনবিংশ শতাব্দীর শেষার্দ্ধে (১৮৫৩) যখন বাঙ্গালীর পাশ্চাত্য প্রভাবিত নূতন কাব্য-সাহিত্যের জন্ম হইয়াছে, তখনও একজন মুসলমান কবি বাংলার মধ্য যুগের ধারা অনুসরণ করিয়া একখানি কাহিনীকাব্য রচনা করিয়াছিলেন। বাংলা সাহিত্যের ইতিহাসে এই কবির আজ পর্যন্তও বিশেষ কোনও পরিচয় প্রকাশ পায় নাই। কিন্তু নানা দিক হইতে তাঁহার রচনার বিশেষ একটি মূল্য আছে বলিয়া তাঁহার সম্বন্ধে এই সংক্ষিপ্ত আলোচনাটি এখানে প্রকাশ করিতেছি।