হাসান আজিজুল হকের স্বাধীনতা-উত্তর ছোটগল্পে নিম্নবর্গীয় মানুষের অস্তিত্বসংকটের রূপায়ণ
Keywords:
ছোটগল্প , হাসান আজিজুল হক, বাংলাদেশের ছোটগল্প , নিম্নবর্গ, দেশভাগ, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশ , স্বাধীনতাAbstract
বাংলাদেশের কথাসাহিত্যের কীর্তিমান ব্যক্তিত্ব হাসান আজিজুল হক। বাংলা ছোটগল্পধারায় তিনি প্রদর্শন করেছেন অবিসংবাদী কৃতিত্ব। রাঢ়বঙ্গের জীবন, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ ও উদ্বাস্তু জনজীবন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশ প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে তাঁর গল্পভুবন। সমাজের সাধারণ মানুষ, বিশেষত নিম্নবর্গ মানুষের জীবনসংগ্রাম ও জীবনবাস্তবতা তাঁর গল্পসমূহে শিল্পসত্যে উদ্ভাসিত হয়েছে। স্বাধীনতা-উত্তরকালেই প্রকাশিত তাঁর অধিকাংশ গল্প। আর এসব গল্পে রূপময় হয়েছে এদেশের শ্রমজীবী নিম্নবর্গ মানুষের অস্তিত্বসংকট ও তাদের অস্তিত্বসংগ্রামের বহুমাত্রিক রূপচিত্র। নিম্নবর্গ মানুষের বিপন্নতা ও বিষণ্ণতা, তাদের ভাগ্যবিড়ম্বিত জীবনের অন্তহীন দুর্ভোগের চিত্র উঠে এসেছে তাঁর গল্পের পরতে পরতে। বর্তমান প্রবন্ধে হাসান আজিজুল হকের স্বাধীনতা-উত্তর ছোটগল্পে নিম্নবর্গ মানুষের অস্তিত্বসংকটের স্বরূপ উদ্ঘাটনের প্রয়াস গৃহীত হয়েছে।
References
আবু জাফর, ১৯৯৬। হাসান আজিজুল হকের গল্পের সমাজবাস্তবতা, বাংলা একাডেমি, ঢাকা।
চন্দন আনোয়ার, [সম্পা.]২০১৫। হাসান আজিজুল হক নিবিড় অবলোকন, কথাপ্রকাশ, ঢাকা।
বোরহান বুলবুল, ২০১৪। বাংলাদেশের নাটকে নিম্নবর্গ, বাংলা একাডেমি, ঢাকা।
মহীবুল আজিজ, ২০১৮। হাসান আজিজুল হক: রাঢ়বঙ্গের উত্তরাধিকার, লিটল ম্যাগাজিন, চট্টগ্রাম।
মিল্টন বিশ্বাস, ২০০৯। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে নিম্নবর্গের মানুষ, বাংলা একাডেমি, ঢাকা।
সরিফা সালোয়া ডিনা, ২০১০। হাসান আজিজুল হক ও আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প বিষয় ও প্রকরণ, বাংলা একাডেমি, ঢাকা।
হায়াৎ মামুদ, [সম্পা.] ২০১১। উন্মোচিত হাসান: হাসান আজিজুল হকের আলাপচারিতা, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ঢাকা।
হাসান আজিজুল হক, ২০১৮। গল্পসমগ্র (প্রথম খণ্ড), চতুর্থ মুদ্রণ, মাওলা ব্রাদার্স, ঢাকা। হাসান আজিজুল হক, ২০১৮। গল্পসমগ্র (দ্বিতীয় খণ্ড), তৃতীয় মুদ্রণ, মাওলা ব্রাদার্স, ঢাকা।