বাংলাদেশের বিশিষ্ট গ্রামনাম 'কালীপুর’
Abstract
বাংলাদেশের গ্রামের সংখ্যা এখন সর্বসমেত বিরানব্বই সহস্রাধিক। বাংলাদেশ সরকারের পরিসংখ্যান বিভাগ কর্তৃক সঙ্কলিত তথ্যানুসারে একথা জানা গিয়েছে। বস্তুত এসব গ্ৰামনাম এদেশের সমাজসংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য ও ভাষাউপভাষা-সংক্রান্ত মূল্যবান্ জ্ঞানভাণ্ডারবিশেষ। মূলত এদেশের প্রত্যেকটি গ্রামনাম, জ্ঞানসঞ্চয়ের লক্ষ্যে, এক-একটি ক্ষুদ্রাকৃতি বাতায়ন হিসাবে ব্যবহৃত হতে পারে। উপযুক্ত সমীক্ষা ও অনুশীলনের সহায়তা গ্রহণ করা হলে এক-একটি গ্রামনাম জ্ঞানজগতের এক-একটি বিশাল দিগন্ত উন্মোচিত করে দিতে পারে বলে ধারণা করা যায়। আধুনিক বরগুণা জেলার পাথরঘাটা থানার আজিজাবাদ ডাকঘর-সন্নিহিত 'কালীপুর' একটি সমধিক গুরুত্বপূর্ণ গ্রাম। এ-গ্রামনামের বাতায়নপথে দৃষ্টি প্রসারিত করেও আমরা এদেশের স্থাননামবিষয়ক এক ‘অণুবিশ্ব'-এর সন্ধান পেতে পারি। বস্তুত এর ফলে উদ্ঘাটিত হতে পারে কালীদেবী-সম্পর্কিত এক বিচিত্র ও বিপুল জ্ঞানভাণ্ডার। এ-জ্ঞানভাণ্ডারের যোগ রয়েছে এদেশের সমাজসংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্যের সঙ্গে।
এপ্রবন্ধে, প্রয়োজনীয় সমীক্ষা ও অনুশীলন-সহযোগে, বাঙালীর কালীদেবী-বিষয়ক ভাবনা- উন্মোচনের চেষ্টা করা হয়েছে। আমাদের বিশ্বাস: এ-উপায়েই বাংলাদেশের প্রায় সকল গ্রামনামের সমাজসংস্কৃতি-ইতিহাস ঐতিহ্যগত পটভূমি উদ্ঘাটন করা সম্ভবপর।
References
ক. অভিধান ও কোষগ্রন্থ:
আশুতোষ দেব (সঙ্কলক), শব্দবোধ অভিধান (শব্দাভিধান ও সাইক্লোপিডিয়া), দেব সাহিত্যকুটীর প্রা. লি., কলিকাতা, ১৯৯৮ খ্রি. (পুনর্মুদ্রণ)।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (প্রকাশক), সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ (প্ৰথম খণ্ড), ঢাকা, ১৯৮৬ খ্রি. (২য় সং.)।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (প্রকাশক), সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ (দ্বিতীয় খণ্ড), ঢাকা, ১৯৮৭ খ্রি. (২য় সং.)।
জ্ঞানেন্দ্রমোহন দাস (সঙ্কলক ও সম্পাদক), বাঙ্গালা ভাষার অভিধান (১ম ভাগ), সাহিত্যসংসদ, কলিকাতা, ১৯৯১ খ্রি. (পরিবর্তিত ও পরিবর্ধিত ২য় সং : পুনর্মুদ্রণ)।
জ্ঞানেন্দ্রমোহন দাস (সঙ্কলক ও সম্পাদক), বাঙ্গালা ভাষার অভিধান (২য় ভাগ), সাহিত্যসংসদ, কলিকাতা, ১৯৯৪ খ্রি. (পরিবর্তিত ও পরিবর্ধিত ২য় সং : ৪র্থ মুদ্রণ)।
শেখ গোলাম মকসূদ হিলালী (রচয়িতা), পারসো-অ্যারাবিক এলিমেন্টস্ ইন্ বেঙ্গলি (বালায় ফারসী-আরবী উপাদান), (সম্পাদক : মুহম্মদ এনামুল হক], কেন্দ্ৰীয় বাঙলা উন্নয়ন বোর্ড, ঢাকা, ১৯৬৭ খ্রি.।
শৈলেন্দ্ৰ বিশ্বাস (সঙ্কলক), সংসদ বাঙ্গালা অভিধান, সাহিত্যসংসদ্, কলিকাতা, ১৯৯৩ খ্রি. (সংশোধিত ও পরিবর্ধিত ৩য় সং. : চতুর্দশ মুদ্রণ)।
সিরাজুল ইসলাম (প্রধান সম্পাদক), বাংলাপিডিয়া (বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ) [খণ্ড- ২], বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ঢাকা, ২০০৩ খ্রি.।
সুধীরচন্দ্র সরকার (সঙ্কলক), পৌরাণিক অভিধান, এম.সি সরকার এ্যাণ্ড সন্স প্রা. লি., কলিকাতা, ১৪১২ বঙ্গাব্দ (নবম সং.)।
হরিচরণ বন্দ্যোপাধ্যায় (সঙ্কলক), বঙ্গীয় শব্দকোষ (১মখণ্ড), সাহিত্য অকাদেমি, নতুন দিল্লী, ১৯৮৮ খ্রি. (১ম সং : ৩য় মুদ্রণ)।
হরিচরণ বন্দ্যোপাধ্যায় (সঙ্কলক), বঙ্গীয় শব্দকোষ (২য়খণ্ড), সাহিত্য অকাদেমি, নতুন দিল্লী, ১৯৮৮ খ্রি. (১ম সং. : ৩য় মুদ্রণ)।
খ. ইতিহাস ও ঐতিহ্য:
অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি (রচয়িতা), শ্রীহট্টের ইতিবৃত্ত [পূর্বাংশ (১ম ও ২য় ভাগ)], প্রকাশক : উপেন্দ্রনাথ পাল চৌধুরী, কলিকাতা, ১৩১৭ বঙ্গাব্দ।
অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি (রচয়িতা), শ্রীহট্টের ইতিবৃত্ত [উত্তরাংশ (৩য় ও ৪র্থ ভাগ)], শিলচর সরস্বতী লাইব্রেরী হতে প্রকাশিত, ১৩২৪ বঙ্গাব্দ।
অতুল সুর (রচয়িতা), আঠারো শতকের বাঙলা ও বাঙালী, সাহিত্যলোক, কলকাতা, ১৯৮৫ খ্রি.।
আবদুল হক চৌধুরী (রচয়িতা ও প্রকাশক), চট্টগ্রামের ইতিহাসপ্রসঙ্গ (১ম খণ্ড), চট্টগ্রাম, ১৯৭৬ খ্রি.।
আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া (সম্পাদনা পরিষৎসভাপতি), কুমিল্লা জেলার ইতিহাস, জেলাপরিষদ্ (কুমিল্লা), কুমিল্লা, ১৯৮৪ খ্রি.।
করুণাসিন্ধু দাস (প্রণেতা), সংস্কৃত সাহিত্যের ইতিহাস, পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমি, কলকাতা, ২০০৮ খ্রি. (প্রথম প্রকাশ)।
কেদারনাথ মজুমদার (রচয়িতা), ময়মনসিংহের বিবরণ, সান্যাল এণ্ড কোং, কলিকাতা, ১৯০৪ খ্রি.।
খন্দকার আবদুর রহিম (প্রণেতা), টাঙ্গাইলের ইতিহাস (১ম ও ২য় খণ্ড), যমুনা প্রকাশনী, টাঙ্গাইল, ১৯৮৬ খ্রি. (৩য় বর্ধিত প্ৰকাশ)।
চৌধুরী মহাম্মদ বদরুদ্দোজা (রচয়িতা ও প্রকাশক), জিলা পাবনার ইতিহাস (একত্রে ১ম, ২য়, ৩য় খণ্ডত্রয়) [জিলা সিরাজগঞ্জসহ), পাবনা (বাংলাদেশ), ১৯৮৬ খ্রি.। জেমস্ ওয়াইজ, এম.ডি. (মূল রচয়িতা), পূর্ববঙ্গের বিভিন্ন জাতি, বর্ণ ও পেশার বিবরণ (১ম ভাগ), সম্পাদক : মুনতাসীর মামুন; অনুবাদক : ফওজুল করিম; আইসিবিএস, ঢাকা, ২০০০ খ্রি. (প্রথম প্রকাশ : তৃতীয় মুদ্রণ)।
জেমস্ টেলর (প্রণেতা), কোম্পানী আমলে ঢাকা, অনুবাদক : মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলা একাডেমী, ঢাকা, ১৯৭৮ খ্রি.। [জেমস্ টেলর প্রণীত মূলগ্রন্থের নাম : টপোগ্রাফি অভ ঢাকা; প্রকাশকাল : ১৮৪০ খ্রি. ]।
দীনেশচন্দ্র সরকার, ড. (রচয়িতা), পাল-সেন যুগের বংশানুচরিত, সাহিত্যলোক, কলিকাতা, ১৯৮২ খ্রি.।
নীহাররঞ্জন রায় (প্রণেতা), বাঙালীর ইতিহাস (আদিপর্ব), দে'জ পাবলিশিং, কলকাতা, ১৪২০ বঙ্গাব্দ (১ম দে'জ সং : ৮ম সং)।
মুহম্মদ আবদুর রহিম (মূলরচয়িতা), বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস (১ম খণ্ড), [মোহাম্মদ আসাদুজ্জামান-অনূদিত], বাংলা একাডেমী, ঢাকা, ১৯৯৫ খ্রি. (১ম প্রকাশ : ১ম পুনর্মুদ্রণ)।
মুহম্মদ আবদুর রহিম ও অন্যান্য (রচয়িতা), বাংলাদেশের ইতিহাস, নওরোজ কিতাবিস্তান, ঢাকা, ১৯৮১ খ্রি. (২য় খণ্ড)।
মুহম্মদ শাহজাহান মিয়া (রচয়িতা), উল্লাপড়া-উপজেলার হারানো ইতিহাস, জ্যোতিঃপ্রকাশন, ঢাকা, ২০১৮ খ্রি.
মুহম্মদ শাহজাহান মিয়া (প্রণেতা), বাংলাদেশের সামরিক পদবিযুক্ত গ্রামনাম, জ্যোতিঃপ্রকাশন, ঢাকা, ২০১৬ খ্রি.।
যতীন্দ্রমোহন রায় (রচয়িতা), ঢাকার ইতিহাস (১ম খণ্ড), প্রকাশক : যামিনীমোহন রায়, কলিকাতা, ১৩১৯ বঙ্গাব্দ।
যতীন্দ্রমোহন রায় (রচয়িতা), ঢাকার ইতিহাস (২য় খণ্ড), প্রকাশক : শশিমোহন রায় (কবিরত্ন), কলিকাতা, ১৩২২ বঙ্গাব্দ।
রমেশচন্দ্র মজুমদার (প্রণেতা), বাংলাদেশের ইতিহাস (১ম খণ্ড) (প্রাচীন যুগ], জেনারেল প্রিন্টার্স য়্যাণ্ড পাবলিশার্স প্রা. লি., কলকাতা, ২০১০ খ্রি. (১০ম সং: ২য় মুদ্রণ)। রমেশচন্দ্র মজুমদার (সম্পাদক), বাংলাদেশের ইতিহাস (২য় খণ্ড) [মধ্যযুগ], জেনারেল
প্রিন্টার্স য়্যাণ্ড পাবলিশার্স প্রা. লি., কলকাতা, ২০০৩ খ্রি. (৬ষ্ঠ সং.)।
রাধারমণ সাহা (প্রণেতা), পাবনা জেলার ইতিহাস (১ম খণ্ড), পাবনা, ১৩৩০ বঙ্গাব্দ। শিবপ্রসন্ন লাহিড়ী (রচয়িতা), সিলেটী ভাষাতত্ত্বের ভূমিকা, বাংলা একাডেমী, ঢাকা, ১৩৬৮ বঙ্গাব্দ।
সতীশচন্দ্র মিত্র (প্রণেতা), যশোহর-খুলনার ইতিহাস (১ম খণ্ড), দে'জ পাবলিশিং,
কলকাতা, ২০০১ খ্রি. (প্রথম দে'জ সং.)। [প্রথম প্রকাশ : ১৯১৪ খ্রি. (১ম খণ্ড)]। সতীশচন্দ্র মিত্র (প্রণেতা), যশোহর-খুলনার ইতিহাস (২য় খণ্ড), দে'জ পাবলিশিং,
কলকাতা, ২০০১ খ্রি. (প্রথম দে'জ সং.)। [প্রথম প্রকাশ : ১৯২২ খ্রি. (২য় খণ্ড)]। সিরাজউদদীন আহমেদ (প্রণেতা), বরিশালের ইতিহাস (প্রথম খণ্ড), প্ৰকাশক : বাকেরগঞ্জ জেলাপরিষদ্, বরিশাল, ১৯৮২ খ্রি.।
সুকুমার সেন (রচয়িতা), বঙ্গভূমিকা, ইস্টার্ন পাবলিশার্স, কলিকাতা, ১৯৭৪ খ্রি. সুবোধকুমার মুখোপাধ্যায় (প্রণেতা), প্রাক্-পলাশী বাংলা (সামাজিক ও আর্থিক জীবন, ১৭০০-১৭৫৭), কে পি বাগচী এ্যন্ড কোম্পানী, কলকাতা, ১৯৮২ খ্রি.।
সৈয়দ মুর্তাজা আলী (প্রণেতা), হজরত শাহজালাল ও সিলেটের ইতিহাস, উৎস প্রকাশন, ঢাকা, ২০১৪ খ্রি. (২য় উৎস সংস্করণ)।
গ. গ্রামজনসংখ্যা পরিসংখ্যানবিষয়ক গ্রন্থসমূহ :
গ্রামজনসংখ্যা পরিসংখ্যান (কুমিল্লা জিলা), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (পরিকল্পনা- মন্ত্রণালয়), ঢাকা, ১৯৭৭ খ্রিঃ।
গ্রামজনসংখ্যাপরিসংখ্যান (কুষ্টিয়া জিলা), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (পরিকল্পনা- মন্ত্রণালয়), ঢাকা, ১৯৭৭ খ্রিঃ।
গ্রামজনসংখ্যা পরিসংখ্যান (খুলনা জিলা), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (পরিকল্পনা- মন্ত্রণালয়), ঢাকা, ১৯৭৭ খ্রিঃ।
গ্রামজনসংখ্যা পরিসংখ্যান (চট্টগ্রাম জিলা), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (পরিকল্পনা- মন্ত্রণালয়), ঢাকা, ১৯৭৭ খ্রি.।
গ্রামজনসংখ্যা পরিসংখ্যান (টাঙ্গাইল জিলা), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (পরিকল্পনা- মন্ত্রণালয়), ঢাকা, ১৯৭৭ খ্রি.
গ্রামজনসংখ্যা পরিসংখ্যান (ঢাকা জিলা), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (পরিকল্পনা- মন্ত্রণালয়), ঢাকা, ১৯৭৭ খ্রিঃ।
গ্রামজনসংখ্যা পরিসংখ্যান (দিনাজপুর জিলা), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (পরিকল্পনা মন্ত্রণালয়), ঢাকা, ১৯৭৭ খ্রি.।
গ্রামজনসংখ্যা পরিসংখ্যান (নোয়াখালী জিলা), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (পরিকল্পনা-মন্ত্রণালয়), ঢাকা, ১৯৭৭ খ্রি.।
গ্রামজনসংখ্যা পরিসংখ্যান (পটুয়াখালী জিলা), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (পরিকল্পনা--মন্ত্রণালয়), ঢাকা, ১৯৭৭ খ্রি.।
গ্রামজনসংখ্যা পরিসংখ্যান (পাবনা জিলা), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (পরিকল্পনা- মন্ত্রণালয়), ঢাকা, ১৯৭৭ খ্রিঃ।
গ্রামজনসংখ্যা পরিসংখ্যান (পার্বত্য চট্টগ্রাম জিলা), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (পরিকল্পনা-মন্ত্রণালয়), ঢাকা, ১৯৭৭ খ্রি.
গ্রামজনসংখ্যা পরিসংখ্যান (ফরিদপুর জিলা), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (পরিকল্পনা- মন্ত্রণালয়), ঢাকা, ১৯৭৭ খ্রি.।
গ্রামজনসংখ্যা পরিসংখ্যান (বগুড়া জিলা), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (পরিকল্পনা- মন্ত্রণালয়), ঢাকা, ১৯৭৭ খ্রি.
গ্রামজনসংখ্যা পরিসংখ্যান (বাখরগঞ্জ জিলা), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (পরিকল্পনা- মন্ত্রণালয়), ঢাকা, ১৯৭৭ খ্রি.।
গ্রামজনসংখ্যা পরিসংখ্যান (ময়মনসিংহ জিলা), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
(পরিকল্পনা মন্ত্রণালয়), ঢাকা, ১৯৭৭ খ্রি.।
গ্রামজনসংখ্যা পরিসংখ্যান (যশোহর জিলা), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (পরিকল্পনা- মন্ত্রণালয়), ঢাকা, ১৯৭৭ খ্রি.।
গ্রামজনসংখ্যা পরিসংখ্যান (রংপুর জিলা), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (পরিকল্পনা- মন্ত্রণালয়), ঢাকা, ১৯৭৭ খ্রিঃ।
গ্রামজনসংখ্যাপরিসংখ্যান (রাজশাহী জিলা), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (পরিকল্পনা- মন্ত্রণালয়), ঢাকা, ১৯৭৭ খ্রিঃ।
গ্রামজনসংখ্যা পরিসংখ্যান (সিলেট জিলা), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (পরিকল্পনা- মন্ত্রণালয়), ঢাকা, ১৯৭৭ খ্রি.।
ঘ. পুরোনো বাংলা সাহিত্য
আলাওল (রচয়িতা), পদ্মাবতী (দ্বিতীয় খণ্ড), সম্পাদক : দেবনাথ বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, কলিকাতা, ১৯৮৫ খ্রি.।
কবিকঙ্কণ মুকুন্দরাম (মূলরচয়িতা), চণ্ডীমঙ্গল, সম্পাদক : সুকুমার সেন, সাহিত্য অকাদেমি, নতুন দিল্লী, ১৯৯৩ খ্রি. (২য় সং : ৩য় মুদ্রণ)।
কাশীরাম দাস (মূলরচয়িতা), কাশীদাসী মহাভারত, সম্পাদক : সুবোধচন্দ্র মজুমদার, দেবসাহিত্য কুটীর প্রা. লি., কলিকাতা, ১৯৭৬ খ্রিঃ।
কৃত্তিবাস (প্রণেতা), রামায়ণ, সম্পাদক : শ্রীহরেকৃষ্ণ মুখোপাধ্যায়, সাহিত্যসংসদ্ কলিকাতা, ১৯৮৩ খ্রি. (১ম প্রকাশ : পুনর্মুদ্রণ)।
কৃষ্ণদাস বাবাজী (রচয়িতা), ভক্তমালগ্রন্থ, সম্পাদক : দুর্গাদাস লাহিড়ী, বঙ্গবাসী প্রেস, কলিকাতা, ১৩২০ বঙ্গাব্দ (২য় সং.)।
ঘনরাম চক্রবর্তী (প্রণেতা), শ্রীধর্মমঙ্গল, সম্পাদক : পীযূষকান্তি মহাপাত্র, কলিকাতা বিশ্ববিদ্যালয়, কলিকাতা, ১৯৬২ খ্রি।
বিজয়গুপ্ত (মূলরচয়িতা), পদ্মাপুরাণ, সম্পাদক : জয়ন্তকুমার দাসগুপ্ত, কলিকাতা বিশ্ববিদ্যালয়, কলিকাতা, ১৯৬২ খ্রি.।
ভারতচন্দ্র রায়গুণাকর (প্রণেতা), ভারতচন্দ্রগ্রন্থাবলী (অন্নদামঙ্গলসহ), সম্পাদক : ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও সজনীকান্ত দাস, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, কলিকাতা, ১৯৪২-৪৩খ্রি.।
মহাকবি চণ্ডীদাস (মূলরচয়িতা), শ্রীকৃষ্ণকীর্তন, সম্পাদক : বসন্তরঞ্জন রায়, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, কলিকাতা, ১৩৪২ বঙ্গাব্দ (২য় সং.)।
মানিকরাম গাঙ্গুলি (প্রণেতা), ধর্মমঙ্গল, সম্পাদক : বিজিতকুমার দত্ত ও সুনন্দা দত্ত, কলিকাতা বিশ্ববিদ্যালয়, কলিকাতা, ১৯৬০ খ্রি.।
মুকুন্দরাম (মূলরচয়িতা), কবিকঙ্কণচণ্ডী (প্রথম ভাগ), সম্পাদক : শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ও বিশ্বপতি চৌধুরী, কলিকাতা বিশ্ববিদ্যালয়, কলিকাতা, ১৯৭৫ খ্রি. ৷
মুহম্মদ আবদুল হাই ও ড. আহমদ শরীফ (সম্পাদক), মধ্যযুগের বাঙলা গীতিকবিতা, মাওলা ব্রাদার্স, ঢাকা, ১৩৮০ বঙ্গাব্দ (পরিবর্তিত ও পরিবর্ধিত সংস্করণ : দ্বিতীয় মুদ্রণ)।
মুহম্মদ খান (মূলরচয়িতা), মক্তুল হোসেন, সম্পাদক : মুহম্মদ শাহজাহান মিয়া [প্রকাশিতব্য গ্রন্থ]।
মুহম্মদ শাহজাহান মিয়া (রচয়িতা), শ্রীরায়বিনোদ : কবি ও কাব্য, বাংলা একাডেমী, ঢাকা, ১৯৯১ খ্রি.।
রাধামাধব দত্ত (মূলরচয়িতা), মনসাপাঁচালি, সম্পাদক : অমলেন্দু ভট্টাচার্য, প্ৰকাশক : সবিতা দত্ত ও নন্দিতা দত্ত, শিলঙ (মেঘালয় : ভারত), ২০০৪ খ্রি.।
রামপ্রসাদ সেন (প্রণেতা), বিদ্যাসুন্দর, (কবিরঞ্জন রামপ্রসাদ সেনের গ্রন্থাবলী : শ্রীউপেন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্পাদিত), বসুমতী কার্যালয়, কলিকাতা, ১৩১৭ মুখোপাধ্যায়--সম্পাদিত), বঙ্গাব্দ।
শ্রীরায় বিনোদ (প্রণেতা), পদ্মাপুরাণ, সম্পাদক : মুহম্মদ শাহজাহান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১৯৯৩ খ্রি.।
হরিপদ চক্রবর্তী, ড. (রচয়িতা), দাশরথি ও তাঁহার পাঁচালী, এ. মুখার্জী অ্যাণ্ড কোং পা, লি., কলিকাতা, ১৩৬৭ বঙ্গাব্দ (=১৯৬১ খ্রি.)।
হামিদ (প্রণেতা), সংগ্রামহুসন, সম্পাদনা ও আলোচনা : মুহম্মদ শাহজাহান মিয়া, জ্যোতিঃপ্রকাশন, ঢাকা, ২০০২ খ্রি.।
হেয়াতনন্দন নজরমামুদ (প্রণেতা), তৌহিদঈমান, সম্পাদক : ড. মুহম্মদ শাহজাহান মিয়া, জ্যোতিঃপ্রকাশন, ঢাকা, ১৯৯৯ খ্রি.।
ঙ. ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
আবদুল কাদির (সম্পাদক), নজরুল-রচনাবলী (৩য় খণ্ড), বাংলা একাডেমী, ঢাকা, ১৯৯৬ (১ম পুনর্মুদ্রণ : নতুন সংস্করণের)।
আবদুল হক চৌধুরী (রচয়িতা), চট্টগ্রামের সমাজ ও সংস্কৃতি, প্রকাশিকা : জোবাইদা বানু চৌধুরী, চট্টগ্রাম, ১৯৮০ খ্রি.।
আহমদ শরীফ (প্রণেতা), বাঙালী ও বাঙলাসাহিত্য (১ম খণ্ড), বর্ণমিছিল, ঢাকা, ১৯৭৮
আহমদ শরীফ (রচয়িতা), মধ্যযুগের সাহিত্যে সমাজ ও সংস্কৃতির রূপ, সময়প্রকাশন, ঢাকা, ২০০০ খ্রি.।
ক্ষেত্রগুপ্ত (রচয়িতা), বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাস, গ্রন্থনিলয়, কলকাতা, ১৯৯৮ খ্রি. (৩য় সং.)।
দীনেশচন্দ্র সরকার, ড. (প্রণেতা), সাংস্কৃতিক ইতিহাসের প্রসঙ্গ (প্ৰথমখণ্ড), সাহিত্যলোক, কলিকাতা, ১৩৮৯ বঙ্গাব্দ।
দীনেশচন্দ্র সরকার, ড. (রচয়িতা), সাংস্কৃতিক ইতিহাসের প্রসঙ্গ (দ্বিতীয় খণ্ড), সাহিত্যলোক, কলিকাতা, ১৩৮৯ বঙ্গাব্দ।
বারট্রান্ড রাসেল (মূলরচয়িতা), কর্তৃত্ব ও ব্যক্তিসত্তা, (ভাষান্তর : শামীম আহমেদ), শব্দগুচ্ছ, ঢাকা, ২০০৪ খ্রি.।
মুহম্মদ এনামুল হক (প্রণেতা), চট্টগ্রামী বাঙ্গালার রহস্যভেদ, কোহিনূর লাইব্রেরী, ১৯৩৫ খ্রি.।
মুহম্মদ শাহজাহান মিয়া (সম্পাদক), “পীরমাহমুদ সংগৃহীত-সঙ্কলিত 'চিকিৎসাসংগ্রহ' অন্যপ্রকাশ, ঢাকা, ২০১২ খ্রি.।
মুহম্মদ শাহজাহান মিয়া (সঙ্কলক), পুরোনো বাংলা দলিলপত্র, জ্যোতিঃপ্রকাশন, ঢাকা, ১৯৯১ খ্রি.।
মুহম্মদ শাহজাহান মিয়া (প্রণেতা), প্রবন্ধপঞ্চক, জ্যোতিঃপ্রকাশন, ঢাকা, ২০১৭ খ্রি.। মুহম্মদ
শাহজাহান মিয়া (রচয়িতা), প্রবন্ধসমুচ্চয়, জ্যোতিঃপ্রকাশন, ঢাকা, ২০০৮ খ্রি.। মুহম্মদ শাহজাহান মিয়া (প্রণেতা), বাংলাদেশের গ্রামনাম : অবহেলিত জনগোষ্ঠীর প্রতি সহমর্মিতা, জ্যোতিঃপ্রকাশন, ঢাকা, ২০২১ খ্রি.।
মুহম্মদ শাহজাহান মিয়া (রচয়িতা), বাংলাদেশের গ্রামনাম : বঙ্গবহির্বর্তী ভারতীয় তীর্থসমূহের স্মৃতি, জ্যোতিঃপ্রকাশন, ঢাকা, ২০১৮ খ্রি.।
মুহম্মদ শাহজাহান মিয়া (প্রণেতা), বাংলা পাণ্ডুলিপি পাঠসমীক্ষা, বাংলা একাডেমী, ঢাকা, ১৯৮৪ খ্রি.।
রফিকুল ইসলাম (প্রণেতা), ভাষাতত্ত্ব, নওরোজ কিতাবিস্তান, ঢাকা, ১৯৭০ খ্রি.।
সুকুমার সেন (প্রণেতা), বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (১ম খণ্ড : পূর্বার্ধ), ইস্টার্ণ পাবলিশার্স, কলকাতা, ১৯৭৮ খ্রি.।
সুনীতিকুমার চট্টোপাধ্যায় (রচয়িতা), বাঙ্গলা ভাষা-প্রসঙ্গে, জিজ্ঞাসা, কলিকাতা, ১৯৭৫ খ্রি.।
সুনীতিকুমার চট্টোপাধ্যায় (রচয়িতা), ভারতসংস্কৃতি, মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রা. লি., কলকাতা, ১৪২২ বঙ্গাব্দ (৩য় পরিমার্জিত সং : ৭ম মুদ্রণ)।
চ. জেলাগেজেটীয়ারসমূহ (বাংলা)
বাংলাদেশ জেলাগেজেটীয়ার কুষ্টিয়া (বর্তমান কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার গেজেটীয়ারবদ্ধ বিবরণ), প্রধানসম্পাদক : নুরুল ইসলাম খান, বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, ঢাকা, ১৯৯১ খ্রি.।
বাংলাদেশ জেলাগেজেটীয়ার টাঙ্গাইল, প্রধানসম্পাদক : নুরুল ইসলাম খান, বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, ঢাকা, ১৯৯০ খ্রি.।
বাংলাদেশ জেলাগেজেটীয়ার বৃহত্তর দিনাজপুর (বর্তমান দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিবরণ), প্রধানসম্পাদক : নুরুল ইসলাম খান, বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, ঢাকা, ১৯৯১ খ্রি.।
বাংলাদেশ জেলাগেজেটীয়ার পটুয়াখালী (পটুয়াখালী ও বরগুনা জেলার পুনর্বিন্যাসের পূর্ববিবরণ), সাধারণসম্পাদক : মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এম.এ.লতিফ, বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, ঢাকা, ১৯৮৬ খ্রি.।
বাংলাদেশ জেলাগেজেটীয়ার পাবনা (বর্তমান পাবনা (বর্তমান পাবনা ও সিরাজগঞ্জ জেলার গেজেটীয়ারবদ্ধ ইতিবৃত্ত), প্রধানসম্পাদক : নুরুল ইসলাম খান, বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, ঢাকা, ১৯৯০ খ্রি.
বাংলাদেশ জেলাগেজেটীয়ার বাখরগঞ্জ (বরিশাল, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি জেলার পুনর্বিন্যাসের পূর্ববিবরণ), সাধারণসম্পাদক : মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এম.এ.লতিফ, বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, ঢাকা, ১৯৮৪ খ্রিঃ। বাংলাদেশ জেলাগেজেটীয়ার বৃহত্তর ময়মনসিংহ (বর্তমান ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর ও কিশোরগঞ্জ জেলার আর্থ-সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক বিবরণ), প্রধানসম্পাদক : নুরুল ইসলাম খান, বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, ঢাকা, ১৯৯২ খ্রি.।
বাংলাদেশ জেলাগেজেটীয়ার বৃহত্তর যশোর (প্রাকৃতিক ও আর্থ-সামাজিক ইতিহাস), সাধারণ সম্পাদক : মাহবুব তালুকদার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (সংস্থাপন মন্ত্রণালয়), ঢাকা, ১৯৯৮ খ্রি.।
বাংলাদেশ জেলাগেজেটীয়ার রংপুর (বর্তমান রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমণিরহাট ও নীলফামারী জেলার গেজেটীয়ারবদ্ধ বিবরণ), প্রধানসম্পাদক : নুরুল ইসলাম খান, বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, ঢাকা, ১৯৯০ খ্রি.।
বাংলাদেশ জেলাগেজেটীয়ার বৃহত্তর রাজশাহী (বর্তমান রাজশাহী, নাটোর, নওগাঁ ও নবাবগঞ্জজেলার গেজেটীয়ারবদ্ধ আর্থ-সামাজিক-ঐতিহাসিক বিবরণ),
প্রধানসম্পাদক : নুরুল ইসলাম খান, বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, ঢাকা, ১৯৯১ খ্রি.। (ইংরেজি)
Bangladesh District Gazetteers BOGRA, General Editor: K.G.M. LATIFUL BARI, Bangladesh Government Press, Dacca, 1979.
Bangladesh District Gazetteers COMILLA, General Editor : NURUL ISLAM KHAN, Bangladesh Government Press, Dacca, 1977.
Bangladesh District Gazetteers FARIDPUR, General Editor: NURUL ISLAM KHAN, Bangladesh Government Press, Dacca, 1977.
East Pakistan District Gazetteers CHITTAGONG, General Editor : S.N.H. RIZVI, East Pakistan Government Press, Dacca, 1970.
East Pakistan District Gazetteers DACCA, General Editor : S. N. H. RIZVI, East Pakistan Government Press, Dacca, 1969.
East Pakistan District Gazetteers SYLHET, General Editor : S.N.H. RIZVI, East Pakistan Government Press, Dacca, 1970