প্রথম বাংলা আত্মজীবনী
Abstract
এই প্রবন্ধে উনিশ শতকে বাংলা গদ্যে রচিত প্রথম আত্মজীবনী রাসসুন্দরী দাসীর (১৮০৯-১৯০০) আমার জীবন (প্রথম প্রকাশ ১৮৭৬) গ্রন্থের পরিচয় প্রদান করা হয়েছে। আলোচ্য আত্মজীবনীতে তৎকালের ধর্মীয়, পারিবারিক, সাংসারিক ও সমাজচিত্র অঙ্কনের যে প্রয়াস তা বিশ্লেষণের চেষ্টা করা হয়েছে। আমাদের বক্তব্যের সমর্থনে উপযুক্ত উদ্ধৃতি সংকলন করা হয়েছে মূল বইয়ের। এছাড়া দীনেশচন্দ্র সেন, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, সুকুমার সেন ও মুনীর চৌধুরীর মূল্যায়নের উল্লেখ করা হয়েছে। প্রবন্ধের মূল লক্ষ্য প্রায় দেড় শো বছর আগে এক স্বশিক্ষিতা মহিলার রচনায় তাঁর সমকালীন বাঙালি হিন্দু মধ্যবিত্ত সমাজের যে পরিচয় বিধৃত তার স্বরূপ অনুসন্ধান ও উন্মোচন। রাসসুন্দরী দাসীর আমার জীবন মহিলা রচিত প্রথম আত্মজীবনীই কেবল নয়, বাংলা সাহিত্যেরও প্রথম আত্মজীবনী। সেই পরিপ্রেক্ষিতে এই আত্মজীবনীর ভাষাগত, সাহিত্যিক, সামাজিক ও ঐতিহাসিক তাৎপর্য অনস্বীকার্য।
References
আনিসুজ্জামান, বাঙালি নারী: সাহিত্যে ও সমাজে, ঢাকা: সাহিত্য প্রকাশ, ২০০০।
গোলাম মুরশিদ, রাসসুন্দরী থেকে রোকেয়া, ঢাকা: অবসর, ২০১৩।
নিত্যপ্রিয় ঘোষ, রবীন্দ্র-বিষয়ক কড়চা, কলকাতা: একুশ শতক, ২০১০।
বারিদবরণ ঘোষ (সম্পাদিত), রাসসুন্দরী দাসী, আমার জীবন, নয়া দিল্লি: ন্যাশনাল বুক ট্রাস্ট, (তৃ-স) ২০১৭ ।
মুনীর চৌধুরী, মীর-মানস, মুনীর চৌধুরী রচনাবলী ৩ (আনিসুজ্জামান সম্পাদিত), ঢাকা, অন্যপ্রকাশ, ২০০১।
সুকুমার সেন, বাঙ্গালা সাহিত্যে গদ্য, কলকাতা: আনন্দ পাবলিশার্স, তৃ-স ২০১৫।