বাংলার অভিধান
Keywords:
সৈয়দ সাজ্জাদ হোসায়েন, অভিধান, বাংলা একাডেমি , ডক্টর জনসনAbstract
বাংলা একাডেমী বাংলা ভাষার নূতন একটি অভিধান প্রণয়ণ করার ভার গ্রহণ করিয়াছেন বলিয়া শুনা গেল। বাংলা ভাষার একাধিক অভিধান থাকা সত্ত্বেও নূতন একটি অভিধানের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না নানা কারণে। প্রথমতঃ পূর্ব পাকিস্তানে এযাবৎ কোন অভিধান সংকলিত বা প্রকাশিত হয় নাই। দ্বিতীয়তঃ প্রচলিত অভিধানগুলিতে পূর্ব পাকিস্তানের ভাষার সম্যক পরিচয় পাওয়া যায় না। পূর্ব পাকিস্তানে প্রচলিত বহু শব্দ এ সমস্ত অভিধান হইতে বাদ পড়িয়াছে। তৃতীয়তঃ বাংলার এমন অভিধান নাই বা বিরল যাহাতে ইংরেজী অভিধানগুলির মত শব্দের উৎপত্তি, উচ্চারণ এবং প্রয়োগ সম্বন্ধে নির্দেশ আছে। ইংরেজী একখানা অভিধান খুলিয়া অনায়াসে একটি শব্দের উচ্চারণ নির্ণয় করা চলে, উহার উৎপত্তি কোথা হইতে তাহা স্থির করা যায়, এবং কিরূপে শব্দটি ব্যবহার করিতে হইবে তাহাও দু’একটি উদাহরণ দিয়া বুঝাইয়া দেওয়া হয়। অথচ আশ্চর্যের কথা উচ্চাঙ্গের বাংলা অভিধানেও উচ্চারণের কথাটা একেবারেই উল্লেখ করা হয় না। অবাঙ্গালী তো দূরের কথা, অনেক ক্ষেত্রে বাঙ্গালী পাঠকের পক্ষেও শব্দের সঠিক উচ্চারণ নির্ণয় করা অসম্ভব হইয়া পড়ে। এগুলিকে তাই পূর্ণাঙ্গ অভিধান বলা অনুচিত।