বাঙালি মুসলমানের পরিচয়ের রাজনীতি: মুহম্মদ আবদুল হাইয়ের তৎপরতার পর্যালোচনা

DOI: https://doi.org/10.62328/sp.v56i1.3

Authors

  • মোহাম্মদ আজম Mohammad Azam University of Dhaka Author

Abstract

আন্দোলনের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর রচনাবলিতে এর পরিচয় আছে। পরবর্তীকালে তাঁকে নিয়ে যাঁরা আলোচনা-পর্যালোচনা করেছেন, তাঁরাও আবদুল হাইয়ের ভূমিকার যথোচিত স্বীকৃতি দিয়েছেন ৷ কিন্তু জাতীয়তাবাদী বয়ানের সাথে সঙ্গতিপূর্ণ করতে গিয়ে ভাষ্যকারেরা অনেকসময় মুহম্মদ আবদুল হাইয়ের রচনার আংশিক ভাষ্য তৈরি করেছেন। তাঁর 'বাঙালি' এবং 'মুসলমান' পরিচয়ের মধ্যে বিরোধ তৈরি করেছেন। এ লেখায় টেক্সট হিসাবে মূল রচনা ও ভাষ্যকে সমান্তরালে রেখে দেখানো হয়েছে, অধিকাংশ ভাষ্যে এ বিষয়ে যেরকম দাবি করা হয়েছে, আবদুল হাই রচনাবলিতে আসলে সেরকম কিছু নাই। তাঁর রচনা ও অন্য তৎপরতায় 'মুসলমান' ও 'বাঙালি' পরিচয় একসাথে অবস্থান করে, এবং প্রয়োজনীয় ভূমিকা পালন করে। মুহম্মদ আবদুল হাই আমাদের আশ্বস্ত করেন, পরিচয়জ্ঞাপক উপাদানগুলো বিরোধমূলক না হয়ে সহাবস্থানমূলক হতে পারে, এবং প্রয়োজনীয় ভূমিকা পালন করতে পারে।

Author Biography

  • মোহাম্মদ আজম Mohammad Azam, University of Dhaka

    Mohammad Azam (1975) completed his MA and Ph.D. in the Department of Bengali, University of Dhaka. Currently, he is an Associate Professor in the same department. Azam’s areas of interest include, among others, colonization of Bengali; the process of decolonizing language; politics, language, and grammar; language planning; social and cultural history of 19th and 20th century Bengal and literary theory and criticism. A prolific writer and commentator on social and cultural politics, Mohammad Azam’s publications include Bangla Bhashar Uponibeshayan O Rabindranath (Colonization of Bengali Language and Rabindranath) [2014; 2nd edition 2019], Bangla O Promito Bangla Shamachar (On Bengali and Standard Bengali) [2019, reprint], Kobi O Kobitar Shandhane (In Search of Poet and Poetry) [2020] and Humayun Ahmed: Pathpoddhoti O Tatporjo (Humayun Ahmed: Reading-procedure and Significance) [2020]

References

আজহারউদ্দীন খান ২০০০, 'ভাষাতাত্ত্বিক মুহম্মদ আবদুল হাই', মুহম্মদ আবদুল হাই স্মারকগ্রন্থ, মোহাম্মদ মনিরুজ্জামান সম্পাদিত, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, ঢাকা

আবুল কাশেম চৌধুরী ২০০০, 'বাংলা সাহিত্য ও সংস্কৃতি : মুহম্মদ আবদুল হাই', মুহম্মদ আবদুল হাই স্মারকগ্রন্থ, মোহাম্মদ মনিরুজ্জামান সম্পাদিত, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, ঢাকা

নীলিমা ইব্রাহীম ২০০০, 'শ্রদ্ধাঞ্জলি', মুহম্মদ আবদুল হাই স্মারকগ্রন্থ, মোহাম্মদ মনিরুজ্জামান সম্পাদিত, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, ঢাকা

মনসুর মুসা ২০০০, 'ভাষাতাত্ত্বিক মুহম্মদ আবদুল হাই', মুহম্মদ আবদুল হাই স্মারকগ্রন্থ, মোহাম্মদ মনিরুজ্জামান সম্পাদিত, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, ঢাকা

মনিরুজ্জামান ২০০০, 'অধ্যক্ষ মুহম্মদ আবদুল হাই : তাঁকে শ্রদ্ধা', মুহম্মদ আবদুল হাই স্মারকগ্রন্থ, মোহাম্মদ মনিরুজ্জামান সম্পাদিত, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, ঢাকা

মুহম্মদ আবদুল হাই ১৯৯৪/১, মুহম্মদ আবদুল হাই রচনাবলী ১ম খণ্ড, হুমায়ুন আজাদ সম্পাদিত, বাংলা একাডেমী, ঢাকা

মুহম্মদ আবদুল হাই ১৯৯৪/২, মুহম্মদ আবদুল হাই রচনাবলী ২য় খণ্ড, হুমায়ুন আজাদ সম্পাদিত, বাংলা একাডেমী, ঢাকা

মুহম্মদ আবদুল হাই ১৯৯৪/৩, মুহম্মদ আবদুল হাই রচনাবলী ৩য় খণ্ড, হুমায়ুন আজাদ সম্পাদিত, বাংলা একাডেমী, ঢাকা

মুহম্মদ এনামুল হক ২০০০, 'অধ্যাপক মুহম্মদ আবদুল হাই', মুহম্মদ আবদুল হাই স্মারকগ্রন্থ, মোহাম্মদ মনিরুজ্জামান সম্পাদিত, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, ঢাকা

মোহাম্মদ আজম ২০০৬, 'হুমায়ুন কবিরের বাংলার কাব্য : ছয় দশক পর', মাওরুম, দীপায়ন খীসা সম্পাদিত, ঢাকা

মোহাম্মদ আবু জাফর ২০০০, ‘অধ্যাপক মুহম্মদ আবদুল হাই', মুহম্মদ আবদুল হাই স্মারকগ্রন্থ, মোহাম্মদ মনিরুজ্জামান সম্পাদিত, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, ঢাকা

মোহাম্মদ মনিরুজ্জামান ২০০০, 'মুহম্মদ আবদুল হাই : জীবন ও সাধনা', মুহম্মদ আবদুল হাই স্মারকগ্রন্থ, মোহাম্মদ মনিরুজ্জামান সম্পাদিত, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, ঢাকা

রবীন্দ্রনাথ ঠাকুর ১৪০২, বাংলা শব্দতত্ত্ব, তৃতীয় স্বতন্ত্র সংস্করণ, পুনর্মুদ্রণ, বিশ্বভারতী গ্রন্থনবিতান, কলকাতা

সাঈদ-উর রহমান ২০০০, 'সাহিত্য সমালোচক মুহম্মদ আবদুল হাই', মুহম্মদ আবদুল হাই স্মারকগ্রন্থ, মোহাম্মদ মনিরুজ্জামান সম্পাদিত, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, ঢাকা

সুনীল কুমার মুখোপাধ্যায় ২০০০, 'প্রফেসর মুহম্মদ আবদুল হাই', মুহম্মদ আবদুল হাই স্মারকগ্রন্থ, মোহাম্মদ মনিরুজ্জামান সম্পাদিত, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, ঢাকা

হুমায়ুন আজাদ ১৯৯৪, 'অবতরণিকা', মুহম্মদ আবদুল হাই রচনাবলী ১, বাংলা একাডেমী, ঢাকা

Chatterji, Suniti Kumar 1993, The Origin and Development of the Bengali Language, Rupa & Co, New Delhi

cover

Downloads

Published

2020-12-01

How to Cite

বাঙালি মুসলমানের পরিচয়ের রাজনীতি: মুহম্মদ আবদুল হাইয়ের তৎপরতার পর্যালোচনা. (2020). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 56(1), ৮৯-১১৬. https://doi.org/10.62328/sp.v56i1.3