প্রাক্-চৈতন্য এবং চৈতন্যোত্তর কালে বাংলার নারী

DOI: https://doi.org/10.62328/sp.v56i1.5

Authors

  • ময়না তালুকদার Author

Abstract

নারী ও পুরুষ-মানব সংসারের দু'টি গুরুত্বপূর্ণ উপাদান এবং একে অপরের পরিপূরক। নারী- পুরুষের সম্মিলিত অংশগ্রহণ ও প্রচেষ্টা জাতীয় উন্নয়ন এবং প্রগতির পূর্বশর্ত। কিন্তু কালক্রমে পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হওয়ার ফলে পুরুষ নারীর উপর প্রাধান্য লাভ করতে থাকে। সমাজপতিদের সৃষ্ট আইন-কানুন, বিধিব্যবস্থা পুরুষকে ক্ষমতা ও সম্পদের অধিকারী করে তোলে, অন্যদিকে নারীর সার্বিক অধিকার খর্ব করে পুরুষের নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফলে জাতীয় উন্নয়ন ও প্রগতির ধারা থেকে নারী ক্রমশ বিচ্যুত হয়ে পড়ে। নারীর এ বিচ্যুতি জাতীয় উন্নয়নের ধারাকে যে ব্যাহত করছে তা বলার অপেক্ষা রাখে না। কারণ বর্তমান বিশ্বপরিস্থিতি স্পষ্ট সাক্ষ্য দেয়, যে-সমাজে নারী যত অবহেলিত সে-সমাজ তত অনুন্নত। নারীদের এই অধস্তন অবস্থা অন্বেষণের লক্ষ্যে প্রাক্-চৈতন্য অর্থাৎ বেদ, রামায়ণ, মহাভারত ও মনুসংহিতা-র যুগে এবং চৈতন্যোত্তরকালে নারীর অবস্থান কেমন ছিল তা বর্তমান প্রবন্ধে অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে।

cover

Downloads

Published

2020-12-01

How to Cite

প্রাক্-চৈতন্য এবং চৈতন্যোত্তর কালে বাংলার নারী. (2020). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 56(1), ১৩৯-১৬৪. https://doi.org/10.62328/sp.v56i1.5