রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুক্তধারা’-নাটক ও নাট্যের প্রতিরূপায়ণে নিম্নবর্গের উপস্থাপন

DOI: https://doi.org/10.62328/sp.v56i1.9

Authors

  • তানভীর নাহিদ খান University of Dhaka Author

Abstract

মুক্তধারা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গুরুত্বপূর্ণ রূপক-সাংকেতিক নাটক। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে লেখা এই নাটকে ঔপনিবেশিক আধিপত্যবাদ ও সংকীর্ণ জাতীয়তাবাদের বিরুদ্ধে মুক্তির জয়গান গাওয়া হয়েছে। এই প্রবন্ধে মুখ্যত নিম্নবর্গের দৃষ্টিকোণ থেকে মুক্তধারা নাটক এবং নাট্যিক বিনির্মাণের বিশ্লেষণাত্মক আলোচনা করা হবে। উচ্চবর্গ ও নিম্নবর্গের স্বরূপ বিশ্লেষণের মাধ্যমে নিম্নবর্গের স্বকীয়তা অনুসন্ধান এবং বিনির্মাণে সেই স্বকীয়তার অন্তঃসার সন্ধান করা হবে। প্রতিরূপায়ণের ব্যাখ্যায় 'থিয়েটার'-নাট্যদলের পরিবেশনা আলোচনা করা হবে।

References

কনক বন্দ্যোপাধ্যায় (১৩৭২), রবীন্দ্রনাথের তত্ত্ব নাটক, এস ব্যানার্জি এন্ড কোং, কলিকাতা।

গায়ত্রী চক্রবর্তী স্পিভাক (২০১১), দলিতরা কথা বলতে পারে? উপনিবেশবাদ ও উত্তর ঔপনিবেশিক পাঠ (ফকরুল চৌধুরী সম্পা.)। আগামী প্রকাশনী, ঢাকা (অনু. আলী আজগর)।

পার্থ চট্টোপাধ্যায় (১৯৯৮), নিম্নবর্গের ইতিহাসচর্চার ইতিহাস, নিম্নবর্গের ইতিহাস (গৌতম ভদ্র ও পার্থ চট্টোপাধ্যায় সম্পাদিত), আনন্দ পাবলিশার্স, কলকাতা।

বার্ণিক রায় (১৯৮৭), রবীন্দ্রনাথের নাটকের উৎস, সিগ্‌মা, কলকাতা।

রণজিৎ গুহ (১৯৯৮), নিম্নবর্গের ইতিহাস, নিম্নবর্গের ইতিহাস (গৌতম ভদ্র ও পার্থ চট্টোপাধ্যায় সম্পাদিত), আনন্দ পাবলিশার্স, কলকাতা।

রবীন্দ্রনাথ ঠাকুর (১৩৪৯), মুক্তধারা, রবীন্দ্র-রচনাবলী চতুর্দশ খণ্ড, বিশ্বভারতী, কলিকাতা।

শাহিদ আমিন (১৯৯৮), গান্ধী যখন মহাত্মা, নিম্নবর্গের ইতিহাস (গৌতম ভদ্র ও পার্থ চট্টোপাধ্যায় সম্পাদিত), আনন্দ পাবলিশার্স, কলকাতা।

Lawrence & Wishart. (1971), SELECTIONS FROM THE PRISON NOTEBOOKS Of ANTONIO GRAMSCI (Hoare and Smith trans.), International Publishers co., London.

cover

Downloads

Published

2020-12-01

How to Cite

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুক্তধারা’-নাটক ও নাট্যের প্রতিরূপায়ণে নিম্নবর্গের উপস্থাপন. (2020). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 56(1), ১৩৭-১৫১. https://doi.org/10.62328/sp.v56i1.9