ভাষা, তোমার শিকড়-বাকড়ের আলো-আঁধার, প্রসঙ্গত বাংলা ভাষা

DOI: https://doi.org/10.62328/sp.v57iCentennial-Special-Issue.2

Authors

  • মনিরুজ্জামান University of Chittagong Author

Abstract

দক্ষিণ এশিয়ায় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়কেই বলা চলে আধুনিক শিক্ষার সূতিকা-গৃহ। শতবর্ষ আগে তার প্রতিষ্ঠা ঘটে। এই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ তার শতজন্মবার্ষিক অনুষ্ঠানের আয়োজন করছে। এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই । এই বিভাগের প্রথম সভাপতি আবিষ্কার করেছিলেন বাংলা ভাষার প্রথম নমুনা, চর্যাপদ পরবর্তী আর এক সভাপতি আবিষ্কার করেন চর্যাকবিদের কাল ও পরিচয় এবং বাংলা ভাষার উৎস 'গৌড়ী প্রাকৃত' ও তার অপভ্রংশের কথা। স্বাধীনতার আগে আর এক কিংবদন্তি সভাপতি বলে দিয়ে যান বাংলা ভাষার ধ্বনির মান, বৈশিষ্ট্য ও বিশ্লেষণের স্বরূপ বা দিক সমূহ। তিনি গড়ে দিয়ে যান ভাষাবিজ্ঞানী এক দল ছাত্র, যাঁরা গড়েছেন ভাষাতত্ত্বের ‘ঢাকা স্কুল' (ঢাকা গোষ্ঠী)। তিনিই স্বাধীনতার প্রথম শহিদ বুদ্ধিজীবী। তিনি ছিলেন জাতির জনকের অন্যতম অনুরাগী বান্ধব ও জনক-কন্যার শিক্ষাগুরু। এই ভাষা ও সাহিত্য-বিভাগের শতবর্ষ উদযাপনের কালে আমার ভাষা বিষয়ক এই সামান্য প্রবন্ধটি আন্তরিক শ্রদ্ধায় তাঁদের প্রতি আমার সামান্য নিবেদন ও শ্রদ্ধা-তর্পণ। সেই সাথে বিনম্র ভক্তি-আরমানে স্মরণ করি বিভাগে আমার প্রয়াত শিক্ষকবৃন্দকে ও তাঁদের আবর্তমান উত্তর পুরুষদের উদ্দেশে জানাই সসম্মান প্রীতি ও অশেষ মঙ্গল এবং চিরপ্রতিষ্ঠা কামনা।

cover

Downloads

Published

2022-06-01

How to Cite

ভাষা, তোমার শিকড়-বাকড়ের আলো-আঁধার, প্রসঙ্গত বাংলা ভাষা . (2022). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, ২১-৫৪. https://doi.org/10.62328/sp.v57iCentennial-Special-Issue.2