ভাষা : মানুষের সমস্যা

DOI: https://doi.org/10.62328/sp.v57iCentennial-Special-Issue.3

Authors

  • মনসুর মুসা University of Dhaka Author

Abstract

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি জার্নাল বিগত প্রায় সত্তর বছর ধরে প্রকাশিত হয়ে আসছে। জার্নালটির নাম ‘ডডালাস’। এর একটি উপশিরোনাম আছে: জার্নাল অব দি এমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস। নামটি একটু বিদঘুটে। উচ্চারণও নানা প্রকার। ব্যুৎপত্তিও গোলমেলে। গ্রিসের কল্পকাহিনি থেকে রোমান সাহিত্যে এসেছে। সেখান থেকে ইংরেজি হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছে। উচ্চারণ নিয়ে বিতর্ক আছে দু দেশে দু রকম। বাংলায় লেখা হয় ‘ডডালাস'। এই জার্নালের একটি সংখ্যা ১৯৭৩ সালে প্রকাশিত হয়েছিল, যার বিষয় ছিল: ‘ভাষা-মানুষের সমস্যা' ইংরেজিতে 'ল্যাঙ্গুয়েজ এজ এ হিউম্যান প্রবলেম'। তখনকার দিনের ১৭ জন বিদ্বান ব্যক্তি এই প্রবন্ধগুলো লিখেছিলেন। এই প্রবন্ধগুলোকে তিনটি গুচ্ছে ভাগ করে পরিচিহ্নিত করা হয়েছিল। সেগুলো হল: ভাষার বিচিত্রতা, ভাষা শেখা এবং ভাষার বৃত্তি।

cover

Downloads

Published

2022-06-01

How to Cite

ভাষা : মানুষের সমস্যা . (2022). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, ৫৫-৬২. https://doi.org/10.62328/sp.v57iCentennial-Special-Issue.3