ফিয়োদোর দস্তয়েভস্কি : ফিরে দেখা
Abstract
কী আশ্চর্য প্রত্যয়ে উচ্চারণ করেছিলেন তিনি, ক্লিষ্ট এই জগৎকে সৌন্দর্যই বাঁচাবে : 'Beauty will save the world! আমরা যখন মানুষের পৃথিবীকে প্রতিনিয়ত ক্রুর ও দাম্ভিক শাসকের পৈশাচিক সন্ত্রাসের কবলে বিদীর্ণ হতে দেখছি, সত্তার মুক্ত পরিসর ও স্বাধীনতার প্রতীতি তিক্ত পরিহাসে রূপান্তরিত হয়েছে। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ : এই আপ্তবাক্যে আস্থা যেন প্রতিমুহূর্তে বিচলিত হচ্ছে। যেহেতু সমকালীন ইতিহাস দ্বারা নির্ধারিত অবস্থানই সত্যের নিয়ন্তা, সাম্প্রতিক চোরাবালির অবাধ বিস্তারের উপর দিয়ে বয়ে আসা প্রতিসত্য (Counter-truth) ও উত্তর--সত্য (Posttruth) এর আর্দ্রতা শুষে নেওয়া নৈরাজ্য-সর্বস্ব ধারণা দ্বারা আক্রান্ত হতে হতে আমরা কীভাবে কালান্তরের সাহিত্য-পথিকদের কাছে পৌঁছাব? দ্বিশতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ফিয়োদোর মিথায়েলোভিচ দস্তয়েভস্কির (১৮১৯-৮১) উপন্যাস-গল্প- গদ্যকৃতি থেকে শুধুই কি বিপ্লব-পূর্ববর্তী রাশিয়ার মানুষ-মানুষীর বর্ণময় বা বিবর্ণ কাহিনি খুঁজব? সত্য-সৌন্দর্য-নৈতিকতা-আলো আর অন্ধকারের দ্বন্দ্ব কি প্রত্নবস্তু কেবল যাদের কোনো প্রাসঙ্গিকতাই নেই এখন?