হরিহর নন্দীর নাট্যকর্ম
Abstract
১৯৯২ সালের এপ্রিল মাসে ইংল্যান্ডের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে গবেষণাকর্মে নিয়োজিত থাকাকালে ঘটনাচক্রে আমি সাতটি নাট্যকর্মের সন্ধান পাই। এগুলোর মধ্যে পাঁচটি প্রহসন এবং দুটি নাটক। নাট্যকর্মগুলোর রচনাকাল ১৮৭৬ থেকে ১৮৮০ খ্রিষ্টাব্দ। সবগুলোই তৎকালীন ভারতবর্ষের বাংলা প্রদেশের পূর্বাঞ্চল তথা ঢাকা জেলা থেকে প্রকাশিত। ইতঃপূর্বে হরিহর নন্দীর আর কোনো নাটক কিংবা প্রহসনের সন্ধান কোথাও পাওয়া যায়নি। তাই আমার ধারণা ছিল, ইনি মূলত ঢাকানিবাসী এমন একজন শক্তিশালী নাট্যকার ছিলেন যাঁর রচনা সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে এবং যাঁর সম্পর্কে সাহিত্যের ইতিহাসকারেরাও তেমন কোনো আলোচনা বা উল্লেখ করেননি।