পোস্টমাস্টার ও রতনের সম্পর্ক কি কলোনিয়াল?
Abstract
১৮৯১ সালে হিতবাদী পত্রিকায় টানা-প্রকাশিত ছয়টি গল্পের মধ্য দিয়ে বাংলা ছোটগল্পের ‘প্রকৃত' সূচনা হয়েছে বলে বাংলা সাহিত্যের ঐতিহাসিক-সমালোচক মহলে মতৈক্য আছে। ‘পোস্টমাস্টার' ওই ছয় গল্পের একটি। গল্প-বলার কার্যকর কলাকৌশল আবিষ্কার, প্রকৃতিকে বিষয় ও কলার অঙ্গীভূত করে-নেয়ার সামর্থ্য, এবং আবেগ ও অনুভূতির সুগভীর ব্যঞ্জনা – প্রধানত এ তিন দিক থেকে সমালোচক-ভাষ্যকারগণ গল্পটি নিয়ে উচ্ছ্বাস দেখিয়েছেন। আগের এসব পাঠ ও বিশ্লেষণকে আমরা তিনটি কাজ-চলতি ভাগে ভাগ করতে পারি।
Downloads
Published
2022-06-01
Issue
Section
Articles
How to Cite
পোস্টমাস্টার ও রতনের সম্পর্ক কি কলোনিয়াল? . (2022). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, ২১৫-২৩৯. https://doi.org/10.62328/sp.v57iCentennial-Special-Issue.11