সঞ্জয় ভট্টাচার্যের কবিতা
Keywords:
শহীদ ইকবাল, পূর্বাশা, সঞ্জয় ভট্টাচার্যের কবিতাAbstract
আধুনিক বাংলা কবিতায় সঞ্জয় ভট্টাচার্য নানা কারণে বিশিষ্ট। কবিতার বস্তুভাবনা ও আঙ্গিক-স্বাতন্ত্র্যে ত্রিশোত্তর কালপর্বে তিনি গুরুত্বপূর্ণ, যদিও তিনি বহুল পঠিত নন। বাংলা কবিতার আধুনিকতার চর্চায় তাঁকে অপঠিত রাখা অসম্ভব। পূর্বাশা পত্রিকার সম্পাদক ও সংগঠক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সবচেয়ে বড় কথা, ত্রিশোত্তর নক্ষত্রমণ্ডলীতে চেনা-অচেনার ঊর্ধ্বে সঞ্জয় ভট্টাচার্য একজন পাঠঋদ্ধ আদর্শবাদী কাব্যরসিক। প্রসঙ্গত, কবিতাদর্শের অভিমত ও তত্ত্বেও তাঁর দান গৌণ নয়। বর্তমান প্রবন্ধে সঞ্জয় ভট্টাচার্যের কবিতার বিষয় ও বিষয়াত্তর সমসময়ের প্রেক্ষাপটে তুলে ধরবার প্রয়াস আছে।