আল মাহমুদের ছোটগল্প : ফ্রয়েডীয় তত্ত্বের আলোকে
Abstract
পঞ্চাশের দশকের কবি আল মাহমুদ কবিতার পাশাপাশি লিখেছেন কথাসাহিত্যের জনপ্রিয় শিল্পমাধ্যম উপন্যাস ও ছোটগল্প। গল্পকার আল মাহমুদের সক্রিয় আবির্ভাব ঘটে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। বাংলাদেশের ছোটগল্পের ধারায় বক্তব্য পরিবেশন ও প্রকরণ সৌকর্যের নান্দনিকতায় তাঁর গল্প স্বতন্ত্র। সমাজ ও মানুষের চিত্তবৃত্তির বহুমাত্রিক প্রসঙ্গ আল মাহমুদের ছোটগল্পে পরিবেশিত হয়েছে আন্তরিক বিশ্বস্ততায়। বস্তুত নর-নারীর যৌনজীবনের অনুপুঙ্খ বর্ণনা আল মাহমুদের ছোটগল্পকে দিয়েছে বিরল স্বাতন্ত্র্য; যা বর্তমান আধুনিক শিল্পের উল্লেখযোগ্য বিষয়। আধুনিক জীবনকে যথাযথরূপে উপস্থাপনের নিমিত্তে নর-নারীর যৌন চেতনাকে তিনি নন্দনতাত্ত্বিক প্রকরণ-পরিচর্যার মাধ্যমে গল্পে চিত্রিত করেছেন। বর্তমান প্রবন্ধে ফ্রয়েডীয় তত্ত্বের আলোকে আল মাহমুদের ছোটগল্পে বিধৃত নর-নারীর সম্পর্কের স্বরূপ অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে।