সফিউদ্দীন আহমেদের ছাপচিত্র : নিরীক্ষা ও নন্দনের সম্মিলন
Abstract
সফিউদ্দীন আহমেদ বাংলাদেশের আধুনিক ছাপচিত্রকলার জনক বা পুরোধা ব্যক্তি। ছাপচিত্রকলার সকল মাধ্যমে তাঁর অবাধ বিচরণ। ড্রইংয়ের বলিষ্ঠতা আর তেলরং চিত্রে তাঁর সৃজনশীলতার প্রাণশক্তি অনুভব করা যায়। জীবনঘনিষ্ঠ বিষয়ে সমৃদ্ধ তাঁর চিত্রসম্ভার। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনালেখ্যের প্রতিফলন তাঁর চিত্রসমূহে। আঙ্গিক আর মাধ্যমের নানা পরীক্ষা-নিরীক্ষায় শিল্পী ব্যাপৃত থেকেছেন সারাটা জীবন। তাঁর নিরীক্ষার শুরু বিগত শতকের চল্লিশের দশকে কলকাতা পর্বে উড এনগ্রেভিংয়ের মধ্য দিয়ে আর পূর্ণতা পায় লন্ডনপর্বে কপার এনগ্রেভিংয়ের গীতল রেখার উৎকর্ষ সাধনে - যা তাঁকে দিয়েছে অনন্যতা। বিষয়বৈচিত্র্য, শিল্পকুশলতা আর নৈপুণ্যে ভরা সফিউদ্দীনের শিল্পভাণ্ডার। এ প্রবন্ধে সফিউদ্দীন আহমেদের ছাপচিত্র নিয়ে আলোচনা করা হয়েছে।