দোভাষী পুথি সম্পর্কে আবদুল করিম সাহিত্যবিশারদের দৃষ্টিভঙ্গি: ঐতিহাসিক ও সাংস্কৃতিক পটভূমি
Keywords:
মোহাম্মদ আজম, দোভাষী পুথি, আবদুল করিম সাহিত্যবিশারদAbstract
সারসংক্ষেপ: দোভাষী পুথি ও এর ভাষারূপ সম্পর্কে আবদুল করিম সাহিত্যবিশারদের রচনায় সাধারণভাবে নেতিবাচক ও বিরূপ দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। প্রভাববিস্তারী লেখাপত্রে তাঁকে যেভাবে বাঙালি জাতীয়তাবাদী হিসেবে চিহ্নিত করা হয়, তাতে এ নেতিবাচকতা ও বিরূপতা খুব সহজেই ব্যাখ্যা করা সম্ভব। কিন্তু আত্মপরিচয়- সূত্রে সাহিত্যবিশারদ ‘মুসলমান’ ও ‘বাঙালি মুসলমান’ পরিচয় এত বেশি ব্যবহার করেছেন, এবং তাঁর যাবতীয় তৎপরতা ও দৃষ্টিভঙ্গিতে সে পরিচয়ের প্রত্যক্ষতা এত প্রগাঢ় যে, নিছক ‘বাঙালি জাতীয়তাবাদী পরিচয়ের ভিত্তিতে দোভাষী পুথি সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গির সন্তোষজনক বিশ্লেষণ জুতসই হয় না। এ পরিপ্রেক্ষিতে বর্তমান প্রবন্ধে। সাহিত্যবিশারদের রচনাবলি ও তৎপরতার অনুপুঙ্খ বিশ্লেষণের মধ্য দিয়ে দেখানো হয়েছে, বিশিষ্ট ঐতিহাসিক ও সাংস্কৃতিক পটভূমিই উক্ত সাহিত্যধারা ও ভাষারূপের ব্যাপারে তাঁর দৃষ্টিভঙ্গিকে নিয়ন্ত্রণ করেছে। দাবি করা হয়েছে, মতাদর্শিক অবস্থান নয়, বরং স্থান-কালগত গভীর বাস্তবতাই ব্যক্তিপ্রতিভার নিয়ামক হিসেবে কার্যকর হয়েছে।